যারা গত তাফসীরের দারসে অংশ গ্রহণ করেছেন এবং যারা অংশ গ্রহণ করেননি, সবার জন্য সুসংবাদ! আগামী শনিবার তাফসীরের দ্বিতীয় দারস অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ। প্রতি মাসের প্রথম শনিবার দারসটি অনুষ্ঠিত হয় (হবে ইন শা আল্লাহ।)
তাফসীর করবেন:
মুফতি ইজহার খান, ইমাম ও খতীব, ফ্লোরিডা, ইউএসএ।
সময়: আগামী শনিবার বিকাল ৪:১৫ মিনিটে ( ০৩ জুলাই ২০২১), ইন শা আল্লাহ।
তাফসীরের লাইভ সম্প্রচার হবে Sab'a Sanabil Institute এর পেইজে।
দারসে অংশ গ্রহণ করতে পারবেন নিম্নোক্ত জুম লিংকে-
জুম লিংক: https://us02web.zoom.us/j/3101745449...
মিটিং আইডি: 310 174 5449
পাসকোড: Crey8V
যারা মুটামুটি ইংরেজি বোঝেন সবাই বুঝবেন ইন শা আল্লাহ। শেষে বাংলায় সামারিও বলে দেওয়া হবে ইন শা আল্লাহ।
We feel really proud to arrange any event for you. We show our heartiest gratitude to our honorable event speaker. May Allah allow you to get benefited from our events.
zoom and facebook page
01521253468
markazunnaahda@gmai.com