01521-253468

নবিজির পরশে সালাফের দরসে ( পর্বঃ ১৭ )

সবকিছু করো উত্তম পন্থায় 

 

আবূ ইয়া'লা শাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু তা'আলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ রব্বুল আলামীন সমস্ত কিছুর ওপর ইহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন। কাজেই, যখন হত্যা করবে, উত্তম পন্থায় হত্যা করবে। যখন ( প্রাণি ) জবাই করবে। ( জবাইয়ের পূর্বে ) ছুরি ধার করে নেবে এবং জবাইয়ের সময় ( পশুকে ) স্বস্তি দেবে। 

[ মুসলিম, হাদীস নং ১৯৫৫ ]

 

সালাফের দরসে 

 

❒  মুতাররিফ ইবনু আব্দুল্লাহ রহিমাহুল্লাহ বলেন, চড়ুই পাখির প্রতি অনুগ্রহ করার কারণেও আল্লাহ দয়া করে থাকেন।

❒  নাওফ বাকালি রহিমাহুল্লাহ বলেন, গাভির সামনে ওর বাছুরকে জবাই করেছিল এক লোক। পরে সে লোকটি মানসিক বিকৃতি ঘটে। একদিন সে এক গাছের নিচে ছিল। সেই গাছে ছিল পাখির বাসা। হঠাৎ পাখির বাসা থেকে একটি বাচ্চা মাটিতে পড়ে যায়। লোকটি দয়া করে পাখির ছানাটিকে বাসায় রেখে আসে। ওর ওসিলায় আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন।

❒  ইবনু রজব বলেন, ইহসান বা সদাচার কখনও ওয়াজিব আর কখনও মুস্তাহাব। যেনন বাবা-মা এবং আত্মীয়-স্বজনের প্রতি ইহসান করা ওয়াজিব; এ ইহসানের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়। মেহমানের প্রতি ইহসান করাও ওয়াজিব; এ ইহসানের মাধ্যমে মেহমানের প্রাপ্য সম্মান অক্ষুণ্ণ রাখা হয়। অপর দিকে মুস্তাহাব ইহসান বা সদাচারের দৃষ্টান্ত হলো নফল সাদকাহ ইত্যাদি।

[ নবিজির পরশে সালাফের দরসে, পৃষ্ঠা নং ৫৪-৫৫ ]

 

 

Recent Comment

Subscribe For Letest News