ফজরের নামাজের পর জায়নামাজে বসা। হঠাৎ এক মুসল্লী সামনে এসে অন্তত আদবের সাথে বসে বললেন, হযরত! আমি বিয়ে করেছি আজ প্রায় সাত-আট বছর। আমার স্ত্রী কয়েকবার কন্সিভ করার পরেও মাস-দুইএক হতে না হতেই বাচ্চা নষ্ট হয়ে যায়। কত যে ডাক্তার দেখিয়েছি হযরত। কোনো সমাধান পাইনি। কিন্তু একদিন আপনি জুমার বয়ানে যাকারিয়া আ. এর ঘটনা বলে বলেছিলেন, তাহাজ্জুদে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নির্ঘাত বাচ্চা দিবেন। যাকারিয়া আ. যদি বুড়ো হয়ে, স্ত্রী তার বন্ধা হয়ে বাচ্চা পেতে পারেন, আপনি তো বুড়ো না। স্ত্রী আপনার বন্ধাও না। তাহলে আপনি কেন পাবেন না? সেদিন থেকে স্বামী-স্ত্রী আল্লাহর কাছে চেয়েছি। কেঁদেছি। হযরত! গতকাল রাত আড়াইটায় আমার একটা রাজকন্যা হয়েছে!
এতটুকু বলেই লোকটা কাঁদছিল! আনন্দের কান্না। তৃপ্তির কান্না।
বললাম, বাচ্চার আকিকা দিয়েন। সুন্দর নাম রাইখেন। এ বাচ্চা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার!
একটা সত্য কথা বলি? জীবনে তাহাজ্জুদে আল্লাহর কাছে চেয়ে পাইনি এমন কিছু আমার জীবনে নেই! আলহামদুলিল্লাহ।
লেখকঃ মাসুদ আলিমি হাফিজাহুল্লাহ