প্রোগ্রাম: কুরআন মাজীদ দেখে পড়ি
কুরআন মাজীদ দেখে পড়ি প্রোগ্রাম দুটি লেভেলে বিভক্ত।
কুরআন মাজীদ দেখে পড়ি, লেভেল-১: (দুই মাসব্যাপি ২২ ঘণ্টার কোর্স )
এ কোর্সটি তাদের জন্য যারা কুরআন মাজীদ পড়তে জানেন না বা বিশুদ্ধভাবে পড়তে জানেন না। এ কোর্সে প্রতি সপ্তাহে ৩টি করে এক ঘন্টার ক্লাস নেওয়া হবে। ক্লাস নেওয়া হবে নুরুদ্দিন হক্কানি রহ. প্রণিত এবং কয়েক শতাব্দি যাবৎ অত্যাধিক জনপ্রিয় ও পঠিত গ্রন্থ কায়েদা ‘আল কায়িদাতুন নুরানিয়্যা’র মাধ্যমে। অতঃপর কুরআন মাজীদ থেকে দৈনন্দিন পঠিত দুয়াসমূহ শিক্ষা দেওয়া হবে ইন শা আল্লাহ। এ কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে কুরআন মাজীদ পড়ার যোগ্যতা অর্জন করবে ইন শা আল্লাহ।
ভর্তি ফি: ৫০০/-
মাসিক বেতন: ৫০০/-